• Home
  • Awards
  • Newsletter
  • Diphu Campus
  • Examination
  • Customization

Two Days International Seminar

Assam University (A Central University)

P.O. : Dargakona, Dist. : Cachar, Assam. India– 788011

____________________________________________________________________

Two Days International Seminar

আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত দ্বি-দিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র

২২-২৩ সেপ্টেম্বর,২০২২

 

বিষয়

দেশভাগ: সাহিত্যিক ও সাংস্কৃতিক বিশ্ববীক্ষার সংশ্লেষণ

স্থান : আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর

 

সুধী,

আগামী ২২-২৩ সেপ্টেম্বর, ২০২২ বৃহস্পতিবার ও শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে দ্বি-দিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে । উক্ত সেমিনারে ‘দেশভাগ: সাহিত্যিক ও সাংস্কৃতিক বিশ্ববীক্ষার সংশ্লেষণ’ এই শিরোনাম – সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করার জন্য আহ্বান জানানো হচ্ছে ।

 

যাঁরা প্রাসঙ্গিক বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করতে চান এবং পূর্ণাঙ্গ গবেষণাপত্র ISBN যুক্ত গ্রন্থে প্রকাশ করতে চান তাঁরা ০৭-০৯-২০২২-এর মধ্যে সংক্ষিপ্তসার পাঠান। ৩০০ শব্দের মধ্যে সংক্ষিপ্তসার .doc ফাইলে বা ওয়ার্ড ফাইলে পাঠাবেন । রিভিউ কমিটির দ্বারা যাঁদের গবেষণা নিবন্ধ নির্বাচিত হবে,তাঁদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে ।

 

 

সংক্ষিপ্তসার পাঠাবেন এই ই-মেলে : bengali.aus@gmail.com

 

প্রয়োজনে যোগাযোগ করুন :

অধ্যাপক প্রিয়কান্ত নাথ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ – ৬০০৩৯০৭৭৬৫

ডঃ বরুণজ্যোতি চৌধুরী, সেমিনার সঞ্চালক, বাংলা বিভাগ – ৭০০২৪১৫০৫০ /       ৯৪০১৪১৬৩৫৮

 

 

 

লেখা পাঠানোর নিয়মাবলি : MS Word-এ কালপুরুষ ফন্ট-এ বাংলা আকাদেমির বানানবিধি অনুসারে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে । নাম, ডেজিগনেশন, প্রতিষ্ঠান, হোয়াটসঅ্যাপ নম্বর, ই-মেল আইডি অবশ্যই দিতে হবে ।

 

সেমিনারের উপবিভাগ সমূহ :

 

১। সাহিত্যে দেশভাগ : কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ

২। প্রব্রজন ও পুনর্বাসন: প্রেক্ষিত উত্তর-পূর্ব ভারত

৩। চলচ্চিত্রে দেশভাগ

৪। বীক্ষাগত সংঘাত ও দেশভাগোত্তর রাজনীতি

৫। আত্মকথা ও স্মৃতিপটে দেশভাগ

৬। দেশভাগ, প্রব্রজন ও গণমাধ্যম

৭। সঙ্গীতে দেশভাগ